হিংসা আর বিদ্বেষে
জ্বলে পুড়ে তারা ছারখার
কেনো উন্নতি আর সম্মান
এতো তরা হইবে যুবার!
এইতো সেদিন তারে
দেখেছি করিতে হাঁটি পাপা
এরইমাঝে এতো তরা এতো
সান-শওকত হইবে বাপা!
মোরা সয়েছি লাঞ্চনা
গঞ্ঝনা আর ঘাত-প্রতিঘাত
আর ইহারা পাইবে সব
শুধু শুধুই বাড়ায়ে হাত!
রুখো, বাঁধ শাদ
যেতে না পারে আগায়ে
বুদ্ধি রাখো কুক্ষি করে
দিওনা চাইলেও বায়ে বায়ে।


ওবড়দা ওকাকা ভাবিছ
কেনো এতো বোকা বোকা
মোরা তোমাদেরই বংশধর
কারো প্রশাখা কারো শাখা।
দাও মোদের দাওয়া
না সরায়ে দোয়ার হাত
তব মোরা গগন হেরে
আনিব রাঙ্গা প্রভাত।
আবাল-বৃদ্ধ হয় মানুষ
বয়সের র্নিদিষ্ট মাপকাঠিতে
হার না মানা পথিক চলে
মনের বয়স মনের যৌবনেতে।
মোরা আছি থাকবো
কখনো নয় বয়সে শুধু মনে
বারে বারে ভেঙ্গে চুরে
সকল কুলষতার দ্বার খান খানে।