চলছেতো চলছেই জনতার ঢেউ
ব্যস্ততায় ফিরে দেখার নেই যে কেউ।
পড়ে পড়ে নিষ্পাপ নবজাতকের কান্না
নোংরা ডাষ্টবিনে, শুনেও কেউ শোনেনা।


হনহনিয়ে হনহনিয়ে চলা পথিক
হঠাৎই দাড়িয়ে পড়ে বেগতিক।


এ যে ফুটফুটে ধুলধুলে তুলতুলে
কোলে তুলে বারে বারে চুমু খায় গালে।


আহ্ হারে জাদু আহ্ হারে সোনা
না না আর কাঁদেনা
রাখবো তোমায় আমার ঘরে
আদরে সোহাগে অন্তর জুড়ে।


কেমন জন্মের বাবা ওরা
কেমন জন্মের মা
তোমার মতো সোনার জন্য
হৃদয় যাদের কেঁপে উঠেনা।


আজ থেকে আমি বাবা
আমি তোমার মা
বেচে থাকতে তোমার চোখে
দিবনা আসতে আর কান্না।