সবুজ শ্যামল রূপসী বাংলা মোদের
চক্ষুশুল হলো পাক হায়না বাহিনী পড়িয়াদের।
মানবরূপের হায়না হিংস্র পশুরা
উড়ে এলো বাংলায় মোদের হয়ে অশান্তির পায়রা।
হায়না রুপে ছিল জানোয়ার যত
মারলো জোয়ান-যুবক গুলি করে পশু-পাখির মত।
মা-বোনের একমাত্র সম্বল ইজ্জত
লুটে নিতে হিংস্র পশুরা হলোনা কিয়দটুক সংযত ।
একই ধর্মের হয়েও ভাই
নীরিহ বাঙ্গালিরে হায়নারা বুকে টেনে দিলনা ঠাই!  


দেশ মাতৃকার স্বাধীনতার তরে
আবাল- বৃদ্ধ ঝাঁপিয়ে পড়ল একে একে পরে পরে।
অগ্নিঝরায়ে বাংলা মায়ের চোখ
ক্ষোভে ফেটেছিলো করতে ধবংস রক্ত চোষা জোঁক।
কৃষক শ্রমিক আপামর জনতা
সংসার- ধর্ম  ভুলে এক হয়ে গড়ে তুলেছিল একতা।
কাটিতে হায়নাদের লোলুপ জী
দেশ প্রেমিক যোদ্ধারা রাখলো মুল্যবান জীবন বাজী।
মহান বিধাতার অসীম কৃপায়
শেষে হায়নারা হলো নিপাত বাংলায় দফায় দফায়।
বীর বাঙ্গালীর হলো বিজয়
স্বাধীন মোর বাংলা মা হলো অমর যেন চির অক্ষয়।