সৎ পথের জীবন
নয় কোন দুর্বলতা
এ তো হলো এমন
যেন শুদ্ধ মনের সবলতা।
সততার পথে চললে
       জীবন সুন্দর হবে ধীরে
ধীরে জীবন সুন্দর করলে
পরকালের চিন্তা থাকবেনারে।
সততায় চলার পথ
        হোক কাঁটায় কাঁটায় বিস্তীর্ণ
নিভর্য়ে চলা সেনানী বীর যত
        হবেই সে পথে অবতীর্ণ।
অসৎ আদম সদা হয়েছে
        পরাস্ত, হেস্তনেস্ত আর পর্যদুস্ত
ন্যায় সুন্দর সততার কাছে
         জগৎ বিধির ইশারায় প্রতিনিয়ত।
দুঃখ-কষ্ট, ঝড়-তুফান
         পেরিয়েও রয়েছে সুখানন্দ
হটিয়ে অসৎ করে রঞ্জন
         সৎ চিত্তে হয় পরমানন্দ।