টুন টুনা টুন টুন টুনা টুন
শব্দ বাজিলো ঘন্টার
ছেলে-মেয়েরা দৌড়ে যায়
স্কুলে পড়ে রয় মন্টার।
জামা নেই জুতো নেই
আছে শুধু ছেঁড়া প্যান্ট তার
সেন্টু সোনার মন্টু নয় ঘরে
দিন-রাত বুলি ছটকু মামাটার।
আতর-আলি আতর মাখে
সুগন্ধির কি যে বাহার
সেন্টু সোনার নয় পেরিয়ে দশ
সেদিকে নাইকো খবর।
লম্পে ঝম্পে চলছে ছেলে-মেয়েরা
যেন গদগদ খুশির পায়রা
সেন্টুর মন খারাপ যেন চক্ষুভরা
ভারি বরষার বারি ঝরা।
পান চিবে পিক ফেলে আতর-আলি
করতে যাবে মাতবরের চামচাগিরি
সেন্টু হলো যে দ্বিতীয় ঘরের
তাইতো সেন্টুর প্রতি নেই দেখনদারি।
সেন্টু সোনা শিক্ষিত হলো কি মূর্খ
সেদিকে আতর-আলির নেই চক্ষু।
বড় হলে বানাবে বড় লাঠিয়াল
এখন কি লাভ পড়ার দিকে করে খেয়াল।
সেন্টু সোনাও মনে মনে সঙ্কল্প করে
বড় হয়ে সে স্কুলে যাবে
কেষ্ট মিলবেই যে কষ্টের তরে
শিক্ষিত হয়ে সে তা বাবাকে বুঝাবে।
শিক্ষায় জ্ঞাতি সুশিক্ষাই সুখ্যাতি
জ্ঞাত করে জ্ঞানির কৃত্তি।
আতর-আলিরে বুঝাইবে সেন্টু
সুশিক্ষাই তার জীবনের আকাংখাটু।