রাত্রির গভীরতায় হারিয়েছে
ফু ফা ফু ফা ফু ফা শব্দেরা।
র্নিজন শহরের ফুটপাতে
শরীরটা এলিয়েছে ক্ষুদায় জব্দেরা।
দিনভর ছিলো মিনতি
অন্ন দাও হে উঁচুতলার মানুরা।
আমরাও খাবো আমরাও বাঁচবো
কেনো পীড়িবে মোদের ক্ষুদার কষ্টেরা।
পাশেই শুয়েছিলো ওদের
সদা মার খাওয়া নিরীহ কুকুরেরা।
আলো আঁধারের বিদ্যুত চমকে হঠাৎ
দৌড়ে চলে ফুটপাতে শায়িতরা।
দৌড় শেষে গন্তব্য জানেনা
রুগ্ন ক্ষীনকায় নীপিড়ীত মুখেরা।
এরা কি রক্তের বিনিময়ে পাওয়া
স্বাধীন দেশের নাগরিকেরা।
হায়রে বাংলাদেশ এ কেমন
স্বাদ স্বাধীনতায় হয়ে পাগলপারা।