ফিরে
এসো রাজনীতি
নিত্য সুশীল ধারায়
অশুভ খেলায় উন্মত্ত তুমি,
রক্তকণিকায় শিহরণ জাগে অজানা শঙ্কারই;
ইদানীং চোখে আফগানিস্তানের ধ্বংসের ছবিই দেখি।


যে
পথে হাঁটছ
ওহে পথভ্রষ্ট রাজনীতি
রক্তের বন্যায় ভাসবে তুমি,
খুঁজেও পাবে না ফেরার পথেরই;
ইদানীং চোখে ইরাকের বিধ্বস্ত ছবিই দেখি।


বিকিয়ে
যেওনা তুমি
ওহে অবুঝ রাজনীতি
ওঁত পেতেই রয়েছে পরাশক্তি,
নিত্য শতক রক্তাক্ত হবে রাজপথই;
ইদানীং চোখে পাকিস্তানের রক্তাক্ত ছবিই দেখি।


ফিরে
এসো রাজনীতি
সাম্রাজ্যবাদের বাঁধন ছিঁড়ে
তোমারই হাতে ভাগ্যের চাবিকাঠি,
ষোল কোটি জনতার উৎকণ্ঠিত বদন;
নির্লিপ্ত নয়নে তোমারই পাণে চেয়ে আছি।