এক জনমে কতবার দিয়েছি ভুলেরই মাশুল
        ঝরেছে কত শীর্ণতার বকুল
আজও কেউ পাঁজরে গাঁথেনি প্রণয়ের ত্রিশূল
      নিবিড় আদরেও করেনি বাতুল
শুধু তোমাকে দেখেই আজ হয়েছি ব্যাকুল
      তোমাকে চিনতে করিনি ভুল।
আমি দেখেছি তোমার মায়াবী চোখের দুকূল
      দেখেছি চাহনিতে মায়া প্রতুল
মনির দু'পাশে যেন শিশিরে ভেজা বেলিফুল
    টিপের অর্ধেক ঢেকেছিল এলোচুল
গ্রীবা ছুঁয়ে লুকিয়েছিল নিপুণ কর্ণলতির দুল
   মেহেদির আলপনায় রাঙানো আঙুল।
আমি দেখেছি তোমার অধরোষ্ঠ ভাবনারও অতুল
     যেন বৃক্ষশাখার খয়েরি জামরুল
আমার তরিতে যদি রাখো তোমার মাস্তুল
      সীমাহীন শূন্যতার হবে নির্মূল
ভালোবেসে যদি তুমি একবার বলো কবুল
      ভুলভ্রান্তির জীবন হবে নির্ভুল।