আরেকবার যেন জন্মাই এই চিরসবুজ বঙ্গে
      যতটুকুই দেখেছি তার অঙ্গে
মিটেনি সাধ এক জনমে ঋতুশ্রীর রঙ্গে
      তোমাকেও যেন পাই সঙ্গে
নক্ষত্রের রাতে পাড়ি দিবো দু’জন অন্তরঙ্গে
    দেখবো আবার বঙ্গরূপ মোহভঙ্গে।
গ্রীষ্মকালে যেখানে আম-কাঁঠাল পাকে বহিরঙ্গে
       গোলা ভরে দারুচিনি-লবঙ্গে
বর্ষাকালে যেখানে অবিরাম বৃষ্টি ঝরে ছত্রভঙ্গে
     নদীবক্ষে জলযান চালায় সারঙ্গে
শরৎকালে যেখানে কাশবন সাজে পুষ্প-পতঙ্গে
    মেঘমালা ভাসে নীলগিরির উৎসঙ্গে।
হেমন্তকালে যেখানে উর্বর ফলনে কৃষকের অনুষঙ্গে
        নবান্নের তাল ওঠে মৃদঙ্গে
শীতকালে যেখানে বালুচর পেরিয়ে অর্ণবের জলতরঙ্গে
         দোলা দেয় দেহের ষড়ঙ্গে
বসন্তকালে যেখানে পল্লবে ভরে বৃক্ষের অঙ্গপ্রত্যঙ্গে
      নীলাকাশে ওড়ে বেড়ায় বিহঙ্গে।