রিমঝিম- ঝিম- ঝিম এই বরষায়
মন যে থাকে উতলায়,
মনে পরে তোমাকে
একাকী এই বিজনে।


বসে থাকি পথ চেয়ে
যে পথে তুমি গেছো চলে,
মনে কি পড়েনা তোমায়
এই ক্ষন এই বেলায়।


নিঝুম রাতে বারি ঝরে
ঘুম নেই এই দুটি চোখে,
নিঃসঙ্গ এই প্রাণ কাঁদে
তোমায় বিনা এই ক্ষণে।


কল্পলোকে তোমারই ছবি
এই বুঝি ফিরে এলে তুমি,
প্রতীক্ষায় প্রহর কাটে
এই ঘোর বরষাতে।