বন্ধু তুমি কেমন যেন- কিছুই বুঝি না!
ভালোবাসা জাগাও, তবুও ভালোবাসো না!
মনের ভিতর থেকেও তুমি মন বোঝ না!
হৃদয় নিয়ে বন্ধু আমার আর খেল না।


রাতের পরে দিন আসে, দিনের পরে রাত,
বন্ধুর সাথে চলে আমার নিত্য বসবাস।
এতো ডাকি- বন্ধু আমার কাছে আসে না,
এতো ভালোবাসি- বন্ধু আমায় ভালোবাসি না।


রূপের মায়ায় জড়িয়ে আমার কেড়ে নেয় ঘুম,
তার রূপের ছায়ায়- আমি হয়ে যাই খুন।
মনের রঙে মিশিয়ে আমি- তার মনেতে যাই,
কোথায় কখন গেলে বন্ধু, তোমার নাগাল পাই!