মন আমার খোলা হাওয়ায় সাদা পালের ছঁই,
মন আমার শীতের পিঠা বিন্নি ধানের খই।
মন আমার ধরণীর বুকে মাতাল বৃষ্টির হানা,
মন আমার উড়ে যাওয়া সন্ধ্যা মেঘের ডানা।
মন আমার বৃষ্টি ভেজা নিঝুম সন্ধ্যা বেলা,
মন আমার তোমায় ভেবে করে রঙ্গের খেলা।
মন আমার শরৎ আকাশে সাদা মেঘের ভেলা,
মন আমার রাত্রি বেলায় হাজার তাঁরার মেলা।
মন আমার জ্যোৎস্না রাতে রূপালী চাঁদের হাসি,
মন আমার ব্যাকুল সুরে বেজে যাওয়া প্রেমের বাঁশি।
মন আমার ধরণীর কোলে ফাগুনের রূপ-রূপায়ণ,
মন আমার অজানা সুখের নেশায়- চলে বৃন্দাবন।
মন আমার কাঁদে যখন চোখে আসে জল,
মন আমার প্রেমে পাগল- হয় যে টলমল।
মন আমার দুটি পাখির ঠোঁটের ভালোবাসা,
মন আমার প্রতীক্ষার প্রহর- নিয়ে সকল আশা।