এতো চেনা লাগলো তোমায় প্রথম দেখাতেই!
তোমার মাঝে হারিয়ে গেলাম- এক নিমিষেই।
কোথায় হতে এলে কন্যা, কোথায় তোমার বাড়ি!
তোমার রূপের মোহ- আমি ছাড়তে না পারি।
মুগ্ধ নয়নে চেয়ে থাকি শুধু তোমারি মুখ পানে!
মোর লেখা গান সুর হয়ে যায়- তোমার কণ্ঠের সনে।
তুমি গাইলে মোর সুরের ভুবন কিসের ছন্দ পায়!
তুমি তো সেই তুমি- “আমার পরাণ যা চায়”।