আয়নিত মনকে,
বলেছিলাম-
দেহের জৈবতা থেকে দূরে থাকতে।
কিন্তু-
দুর্গন্ধময় নষ্ট সমাজ
আয়নিত মনকে
চৌম্বকের বলয়ে
আবিষ্ট করে রাখে।
যেন-
দেহের জৈবতাকে সতেজ ভাবে ধরে রাখতে পারে।


তখন-
নষ্ট সমাজ আরো নষ্ট হয়,
দূর্নীতিবাজ নেতার বলিষ্ঠ ছায়ায়।


তবে কি আমি প্রতিভা;
নারীর যৌবনের লেলিহান শিখায়-
ভস্মীভূত হয়ে যাব-
একটা দামী সিগারেটের মত!


তবে প্রশ্ন থাক এই নষ্ট সমাজের কাছে-
আমার কেন এই পৃথিবীতে আসা ?