তুমি আমি খুনি
খুনের রক্তে উল্লাশ করি।
উল্লাশ করি-
মৃত্যু পথ যাত্রী প্রাণের; দুনিয়া বিদারী চিৎকারে।


চিৎকার শুধু মৃত্যুর নয়-
চিৎকার শুনি,
সম্ভ্রম হারানো নারীর দেহ-মনের
চিৎকার শুনি-
ফুলের মত শিশুর যৌন নির্যাতনের করুন আর্তনাদের।


চিৎকার শুনি- দেশ মায়ের
প্রতি মুহুর্তে ধর্ষণের পর মৃত্যুর।


আমি তুমি খুনি-
কোন প্রাণ খুন কর না তুমি!!!
প্রতি মুহুর্তেই প্রাণ বিনাশের রক্তে আনন্দ।
এত বিভৎস রক্তের খেলায় বেঁচে থাকে মানুষ,
বেঁচে থাকে প্রাণের বিনিময়ে প্রাণ।