সবই তো মেনে নিয়েছিলাম,
তবে কেন আজ মানিয়ে নিতে হলো?


মেনে নিয়েছিলাম, তোমার অবহেলা,
তোমার অবজ্ঞা, তোমার অনীহা।
সব মেনে নিয়েছিলাম,
শুধু এই ভেবে,
থাকুক না সবকিছু একপাশ হয়ে,
অন্যপাশে তুমিই থাকো,
যখন তুমি আছো, তবে আর কি?
তোমার মুখ চেয়ে
সব অসদাচরণও মেনে নেবো হাসিমুখে।


মাঝে মাঝে তোমার সুন্দর ব্যবহারে,
মুগ্ধ হয়ে চুপি চুপি কাঁদতাম।
চোখের জল ডায়েরি ভিজিয়ে দিত।
মন অভিমান করে বসতো কখনও,
কিন্তু সে অভিমান বোঝার সময় তোমার ছিলো না।


তবু হৃদয় যে মানত না,
শুধু তোমাকেই খুঁজতো।
তাইতো বারবার সবকিছু মেনে নিয়ে
তোমার দ্বারে দাঁড়াতাম,
মনকে বোঝাতাম,
"আরেহ, এতো কিছু নাহ, আমি তো ভালোবাসি,
তবে মেনে নেবো না কেন?"


অতঃপর, সব মেনে নেয়ার অবসান হলো।
শুরু হলো মানিয়ে নেয়ার পালা।
কখনও বুঝিনি,
এতো মেনে নেয়ার পরেও মানিয়ে নিতে হবে।


কালের আবর্তনে,
বুঝতে পারলাম অনেক কিছুই।
বুঝলাম, যে মানুষটা তোমাকে
মিথ্যে ভালোবাসায় সিক্ত করে,
দিনশেষে সে খুব সুখেই থাকে।
কিন্তু তার মিথ্যে প্রতিশ্রুতির বাক্যগুলো
তোমার ভেতরটা জ্বালিয়ে দেয় প্রতিমুহূর্তে।


সত্যি বলতে, যে তোমার মনকে বোঝে না,
বোঝে না তোমার অভিমান,
তোমার মন খারাপের কারণ,
সে কখনও বোঝে না, মানিয়ে নেয়ার বেদনা।
যে মানুষটা মানিয়ে নেয়,
সে-ই শুধু বোঝে,
মৃত্যু যেন তাকে ছুঁই ছুঁই করেও ছোঁয় না।😢