আমি আমার দুঃখ বলি,
তারা ভাবে কবিতা!
আমি আমার যন্ত্রনায় মরি,
তারা ভাবে ভনিতা!


আমার চোখে অশ্রু গড়ায়
তারা ভাবে হাই উঠেছে,
আমার প্রচণ্ড নিরবতায়
তারা ভাবে ক্ষুধা মিটেছে!


আমি যেসব কবিতা লিখি
তাকে বনাই ছন্দ,
আমি শুধু তাকে দেখি,
সে ভাবে চাঁদ অপছন্দ।


যে যাই ভাবুক
ভাবুক আমায় মন্দ,
তাদের সাথে আমার
নেই কোন দন্দ!


১২ জুন, ২০২৩