তুমি পারো নি দিতে সেই ভালোবাসা
যা আমি চেয়েছিলাম।
তুমি দিতে পারোনি সেই মোহ,
যা আমি প্রথম পেয়েছিলাম।


রূপালি সেই রাতের তারা।
কণ্ঠে মেখে আছে আজো তোমারি লাল আভা।
দূষিত হয়েছে সেই গল্পের কাহিনি,
রাতের আঁধারে নষ্ট হয়েছে জাগরিত কল্পনা।
ভালোবেসে কেউ পেয়েছে বিচ্ছেদ,
কেউ পেয়েছে স্বপ্ন।


কেউ পেয়েছে হয়তো দিনের আঁধারে মৃত্য,
কেউ আবার রাতের আঁধারে।
কেউ তার গল্পে এনেছে তার প্রিয় মানুষকে,
কেউ এনেছে কবিতায়,
আর কেউবা উপন্যাসে।


তোমাকে অনুভব করি
উপন্যাসের প্রতিটি অংশে।
তোমার স্মৃতিগুলো
প্রতিনিয়ত আমায় দংশে।


ভোরের পাখির কিচিরমিচির আওয়াজ
তোমার কণ্ঠ আমায় স্মরণ করায়,
আওয়াজটা শ্রুতিমধুর হলেও
তা প্রতিনিয়ত আমার কষ্ট বাড়ায়।


তোমাকে আর লিখবনা,
তোর মুখ আর কখনো দেখবোনা।
তোমাকে আর ভাবনা,
ভেবে ভেবে আর কাঁদবোনা।
তোমার অবয়ব আর আঁকবোনা,
এ মনে আর তোমায় রাখবোনা।
তোমাকে রাতের চাঁদ মনে করে,
আর আকাশের দিকে ঝাঁকবোনা।


যৌথ কবিতাঃ আখিরুল ইল্লিন এবং তুহিন আফ্রিদি