কি লাভ হলো আমার
বিশের অধিক ভাষা বুঝে?
তোমার সাথে কথা বলার
ভাষা আমি পাইনা খুঁজে।


শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছি বিশ বছর
মাঝে কখনো নেইনি আমি অবসর।


এতো পড়ে লাভ কি হলো,
যদি তোমার চোখের ভাষাই
আমার দ্বারা বুঝা না গেলো?


এতো সাইকেল চালিয়ে
কি লাভ আমার হলো
যদি তোমার মনের কাছে
পৌঁছানোই না গেল!


কি লাভ হলো আমার
এতো এতো কবিতা লিখে
তুমিই যদি প্রশংসা না করলে
আমার লেখা সেই কবিতা দেখে।


এতো ম্যাসেজ লিখে কি লাভ হলো
যদি তোমায় পটানোই না গেলো?


তার জন্য এতো অপেক্ষা করে
কি লাভই বা আমার হলো,
শেষমেশ তো সে চলেই গেলো।
আমায় সে ভালোবাসেনা
একথা বলেই বিদায় নিলো।


সারাবছর জিমে গিয়ে  
আমার কি লাভ হলো,
যদি তার দেওয়া কষ্ট
এই মনে সহ্যই না হলো!