আমি প্রশ্ন করি নিজেকে-
প্রকৃত বন্ধু তোমার কে ?
উত্তর পেলাম নেই নেই।  


দেখি -
চারপাশে আছে যে,
প্রতিযোগী তোমার সে।
যার কাছে গিয়েছি-
অবহেলার হাত পেয়েছি।
দেয়নি কেউ বাড়িয়ে -
নিঃস্বার্থ বন্ধুত্বের হাত ।


আমি তো-
হতে চাইনা প্রতিযোগী,
হতে চাই সহযোগী ।
চারদিকে চেয়ে দেখি-
হয়েছে আমার একি ?
নেই নেই কেউ নেই,
বন্ধু মোর কেউ নেই।

তারপর-
অনেকদিন একা চলে গেছে
বন্ধুত্বের  সেই শূন্যতা আছে
সেই শূন্যতা করতে পূরণ
তোমার কাছে মিনতি আমরণ