সংসারে সং সেজে যে-  
সংযমে অজ্ঞ ।
টেনে নিয়ে গায়ে মেখে
ঝগড়ায় যজ্ঞ।
সুঁই হয়ে ঢুকে ঘরে-
ফাল দিয়ে ওঠে
নত মুখে শোনা কথা-
বোমা হয়ে ফোটে।


এক সাথে এত জন ?
কিছু কি  আঁটে !
সংসারে শান্তি তাই ,
উঠে যায় লাটে ।


নাই নাই কিছু নাই ,
দাও না যত ভোগ্য
নাই কেন চাই চাই ,
ভাবে না কিসের যোগ্য !


বসে গল্পের আসরে
কাউকেই না ছাড়ে
অজাত কে তোলে জাতে,  
জাত কে ফ্যালে অজাতে ।


প্রতিদিন একই কথা
ঝামেলার মূল হোতা
যৌথ পরিবার ! ভাংগো প্রথা
সাথে কেন মাতা -পিতা ?


কথা টা যেন কেউ না জানে
এই কথা যদি  শোনে-
অতি গোপনে, কানে কানে
জানে সবাই জনে জনে
তবু শর্ত প্রতি জনে
'কথা টা যেন কেউ না জানে'


তোমার বউমা যদি হয় এমন
লাগবে তোমার তখন কেমন?
তুমি যে এখন অন্যের বউমা
ভাবনা কেন সেটা এখন ?


নভেম্বর , ২০১১, শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়