স্নিগ্ধা
স্নিগ্ধা, তুমি প্রভাতের শিশির কনিকার মতো
                    এচিত্তে মিশ্রিত !
        নগর জীবনের কল্পিত সুখ মাদুযের্
                  তুমিই কাংক্ষিত !
         তুমি সুনিবীর কোমল শ্যমলিমায়
                     অনুপম বৈচিএ !


স্নিগ্ধা,তুমি খুঁজে মরা জীবনের কুহুতানে
                      সৌন্দর্যের পাএ!
তুমি শহুরে নবাগত যুবকের প্রান পরিচালক
                       মিষ্টতায় মিএ!
শহুরে ফ্যাশনদারীর আন্তচোয়ায় তব হ্রদয়
                সংকিরনোতায় মও!
চাকচিক্যের মোহে নয়, ভালো লাগে তাই
               পুষ্পবর্ষণে অপেক্কিত!


স্নিগ্ধা, তুমি অপরুপা,অনন্যা শিল্পির তুলিতে
                      কল্পনায় চিত্রিত!
সহজ,সরল ভালোবাসা এ হ্রদয়ে আছে মোর
          স্বাদ হয়তো করনা বন্চীতো!


লেখায়:  আক্তারুজ্জামান ফেরু.