সবুজ শ্যামল বন ভূমি মোর,
রাঙ্গায় পথের ধুলি।
সকাল সন্ধা পথ বেয়ে যায়,
দিনমজুর আর কুলি।


ছড়ার তালে পাড়ায় ভরে,
কতো শিশুর মুখ।
এসব দেখে করিম চাচা,
চেয়ে থাকে চুপ।


বাঁশ বাগানে চাঁদের আলো
ছড়ায় সুভাস ঘ্রাণ।
জোনাকিদের আলোর খেলা
ভরে উঠে প্রাণ।


নব রঙ্গে সাজায় মোরা
নতুন রূপে গ্রাম।
কাব্য কথায় কবিতা ছড়ায়
পাঠায় রূপের খাম।