একদিন তো চলেই যাবো,
অনেক দূরে,যেখানে নেই তুমি।
নেই তোমার কোন স্মৃতি,
যেখানে আমায় তাড়াবে না তোমায় দেখতে চাওয়ার যন্ত্রনা।
যেখানে আমায় কাঁদাবে না তোমার খুনশুটির বেদনা।
এতো তাড়া কেন তোমার?
একদিন তো চলেই যাবো,
যেখানে তুমি হীন কালো আকাশ।
যেখানে তুমি হীন কষ্টের বাতাস।
যেখানে তুমি হীন প্রকৃতিরা মুখ থুবড়ে বসে থাকে।
যেখানে তুমি হীন সব কিছু পড়ে যায় বিপাকে।
এতো তাড়া কেন?
একদিন তো সব ছেড়েই যাবো,
আমার মন পোড়া ছাঁয় সাথে নিবো।
কেন আমাকে তাড়াতে তোমার এতো আয়োজন।
কেন আমাকে দূরে রাখতে তোমার এতো রং ঢং।
একদিন তো চলেই যাবো।