ফেলে আসা ক্যালেন্ডারে,
আমার প্রতি কোন অভিশাপ-অভিযোগ রেখো না।
তোমাদের আয়োজনে বেহায়ার মতো অংশ নিয়েছিলাম।
পেয়েছিলাম বসন্তের মতো ভালোবাসা,
তীব্র শোকে কাতর হওয়া বালকের মতো পেয়েছিলাম মুখ লুকানো অবজ্ঞা।
পেয়েছিলাম অভিশপ্ত অনূঢ়ার মতো ভর্ৎসনা।
ময়ূরের মতো সুন্দরের উপমা দেখাতে গিয়ে হারিয়েছিলাম ফুটন্ত পেখম।
এরপর থেকে কেউ আর সৌন্দর্য দেখতে আসেনি।
অনেকে দয়া করে এসেছিলো,
দিব্যি দিয়ে গিয়েছিলো ছাঁয়া হওয়ার প্রতিজ্ঞা।
কই তারা আজ?
সূর্যের প্রচন্ড তাপে ভূপৃষ্ঠ বের করে দিচ্ছিলো নাড়ি-ভূড়ি।
সেদিন সূর্য দয়া না করলে আমিও পৃথিবী হারাতাম।


জীবন জনমের হিসেব কষে দেখি,
পৃথিবীর প্রতি মায়া-মোহ বোকামি বৈকি কিছুই না।
তাই প্রার্থনা আমার,
আগামী ক্যালেন্ডারে সূর্যের সাথে হোক ভালোবাসার আজন্ম চুক্তি।
আর চাঁদ হোক ঐ জনমের সাক্ষী–


ক্যালেন্ডার || আকিব ইবনে হক