রুহের জগৎ থেকে যেবার আমকে নিয়ে প্রথম ট্রেন ছেড়েছিলো সে ট্রেনটা মাঝখানে একবার ব্রেক নিয়েছিলো।
অনেক লম্বা ব্রেক-
দীর্ঘ দশ মাসের একটি ব্রেক।
দীর্ঘ দশ মাস ট্রেনটি গর্ভ নামক একটি জংশনে থামবে বলে নামিয়ে দিয়েছিলো জংশনের সাটার।বড়ো বড়ো অক্ষরে লিখে টানিয়ে দিয়েছিলো সাইনবোর্ড।
ট্রেনটি থামার পর একদিন যায় দুদিন যায় এভাবে পার করছে মাসের পর মাস।


সুন্দর জংশন হয়ে যাচ্ছে মরিচিকায় লাল।
শ্যাওলা ও জমছে।
বলতে গেলে জংশনটি একেবারেই অকাজের হয়ে পড়েছে।
আশে পাশে মানুষের কথা,নানান রকম প্রশ্ন জংশনটি বিরক্ত হয়ে উঠছিলো।
আমি ট্রেনের ভেতর থেকে সব শুনতাম।
জংশনের কান্না,তীব্র যন্ত্রণা সব-
দশমাসের ব্রেক শেষে যেবার পৃথিবী নামক জংশনের দিকে ট্রেন যাত্রা করছিলো তীব্র কষ্ট নিয়ে জংশন চিৎকার করে উঠছিলো।


মুলত সে জংশনটি টিকেট বিক্রির আশা আর রাখেনি।
জংশনটি চেয়েছিলো গর্ভ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি সুন্দর ভাবে পৃথিবী জংশনে পৌঁছুক।


•একটা জংশনের চিৎকার || আকিব ইবনে হক