আমি এক তলোয়ার বিহীন যোদ্ধা,
আমার কাছে নেই কোন প্রতিরোধের ক্ষমতা।
বলা যায়,
আমি এক যাযাবর
এক পথ হাঁটবো।
যতটুকু পথ হাঁটলে আমার ভেতরটা মরুভূমিতে রুপান্তর হবে।
আমি এখন পৃথিবীবিমুখ।
আমার আর কোন মায়া নেই
আমি আর কোন মায়ার ছলে জাল বুনতে চাই না।
আমি চাই আরশের কোন কিছুর মায়া।
যেখানে ভয় দেখানো হয়েছে টগবগে জলন্ত আগুনের,
আর সুখ দেখানো হয়েছে এক ফোটা জলের,
যে জল পান করলে সাহারা মরুভূমির ন্যায় হাজারো মরুর এই প্রান্ত ওই প্রান্ত নিমিষেই পাড়ি দিবো।
আমি এমন একখানা ঘর চাই,
যেখানে শুধু অন্ধকার আলোর প্রেমেই পড়তে চাই।
আমি এখন পৃথিবীবিমুখ।