রূপ ছাড়া রমণী,
রূপের ধরণী।
রূপ দিয়াছেন যে জন,
রূপের মশাল সে জন।
রূপ আমার অঙ্গে---
চরিত্র জীবণাঙ্গে,
পাপ আমার যৌণাঙ্গে---
পাপ কে কর দূর,
ধর মোহাম্মদের সুর,
অতপর----
“ত্বলায়াল বাদরু আলাইনা”