একটা নিষিদ্ধ শহরে আমি আমার বসবাস চাই।
যেখানে সব কিছুই নিষিদ্ধ।
এমন কি গোপন ভালোবাসা টুকুও।
যেখানে ভালোবাসলে কসায়ের কাছে চতুস্পদ জন্তুর ন্যায় গলার নিছটা পেতে দিতে হয়।
এমন একটা শহর চাই,
যেখানে কেউ কাউকে চেনে না,বুঝে না।
শখের বসে কেউ কখনো জানতে চাইবে না “কেমন আছেন”
আমি এমন একখানা শহর চাই,
যেখানে কখনোই লালচে মিহির শীতলো সকাল নেই।
যেখানে কখনো দক্ষিণা বাতাসের বিকেল নেই।
আমি এমন একখানা শহর চাই,
যে শহরে মায়ার অভাবে মানুষের মনের মনকৌঠায় মাকড়শা জাল বুনে।
এমন একখানা শহর চাই
যেখানে প্লে-কার্ড হাতে প্রকৃতির কাছে ভালোবাসা খোঁজে।