বিষাদের তিব্র যাতনার ভিতর;
লুকোচুরি খেলার ফিসফিস আওয়াজ
মোরে চিবিয়ে গিলছে।
টুপ করে গাঁ বেয়ে পড়ে পথ হারায় ঘাম।


নমনীয় বিষাদ হাওয়ার ন্যায় হয়েও
বাষ্প আকারে উড়তে আগ্রহী না।
বিষাদ যেনো গাঁয়েই উড়ে-পুড়ে
ধুকে ধুকে বেরুচ্ছে প্রাণ।


এ কেবল প্রেমের বিষাদ;
ছাড়তে চাওয়া পাপ।
বিষাদকে দেখলাম চতুর্ভূজ আকারে অঙ্কিত;
এর উপর ল্যাপটে দিলাম নীল রং।


নীলী আকাশের ন্যায়;
পোট্রেটের উপর শ্যাতশ্যাতে জল।
যেনো ঝুম বৃষ্টি মাত্রই থামলো
অতপর বুঝতে সক্ষম এ কেবল বিষাদ