একটা মিহি বাতাসের সকাল,
পৃথিবী চোখ খুলেই তাকালো আমাকে
অথবা,আমি পৃথিবীকে।
জানিয়ে দিলাম সুপ্রভাত মানচিত্র।


ফুল শয্যার রাতের ন্যায়,
মহীরূহ বিছিয়েছে শাখা প্রশাখা।
বিছিয়েছে বৃত্ত আঁকারে ছাঁয়া।
আগাগোড়া প্রেম ছাড়া আর কিছু না।


পৃথিবীর ঠিক একটা কোণ থেকে
সরু আকারে বেরুচ্ছে আলো।
সূর্যালোকের মিষ্টান্য আলোতে
হেসেছে মানচিত্র,মানবচিত্র।


কুকিলের কুহু কুহু ডাক,
পাখিদের এলোপাতাড়ি পাক।
পৃথিবী সেজেছে নব রঙে,
প্রেম পাঠিয়েছে আমার দেহের গহিনে।