দূরে কোন দেশে -
  তুমি একা একা বসে,
বলেছিলে তুমি-
  হে আমার প্রিয় বন্ধু
আমি যে আছি তোমার মাঝে মিশে।


প্রশ্ন করিলাম তার তরে,
  তুমিত বন্ধু অনেক দূরে !
আমার মাঝে আছ
        তুমি কেমন করে?
বলেছিল হেসে হেসে
বন্ধু দেখনা বাহিরে এসে,
কতটা কাছে তুমি আমার,
    আমি যে আছি তোমার মাঝে মিশে।


বন্ধু এসেছি ঘর হতে বাহির
  বল কি করি এখন?
এইত দেখনা ঐ চাঁদটাকে
   দিয়ে এক মন।


দুজনে দু প্রান্তে বসে
দেখছি একই চাঁদকে অনেক ভালবেসে,
  দুজনের মন যে আছে  চাঁদে  মিশে
তোমার  আমার দূরত্ব বল কিসে?