আলাপ
অরুণ কারফা


মানুষ দেখলেই ভালবাসি
তাকে ভালবাসি
                            একটু বেশি
      যে চরিত্রে হয় বিদেশী,
আবার, বিদেশ থেকে উড়ে এসে
                আমার দেশে
সাদা ধবধবে তুলতুলে মেঘ,
অঝোর ধারায় ঢাললে আবেগ,
         বুঝতে পারি তাদের সঙ্গে
  এখানকার কালো অঙ্গের
মেঘের নেই বিশেষ প্রভেদ।


তাই মনে হয় এমন তো নয়
        - ভুল করে ফেলছি কোথাও -
এই যে লোকালয়ে আনাচে কানাচে
হলেও প্রলয় বুনোফুল নাচে
            তাকে না এনে যত্ন করে
           সাজিয়ে রেখে বসার ঘরে
কিনে নিয়ে আসি ইরানী গোলাপ,
           যার সঙ্গে ভিন তরঙ্গে
           হওয়ার ফলে সংস্কৃতি,
সুরের জালে রাগ অনুরাগ
বাজানোর কথা দূরে থাক
আরম্ভই করা যায় না আলাপ
রেওয়াজে দিতে হয় ইতি।