স্থান সংকুলান।
অরুণ কারফা


এমন একটা খুঁজছি মুখ
যার কাছে হার মেনে তার
সব কিছু দিয়ে বলবে চাঁদ...
প্রেমীর সুখ চাই বলেই
সর্বস্ব দিয়ে দিলাম আমার।


ভাবতেই শিউরে উঠল গা ;
কোথায় রাখব আমি অত
শ্বেতপদ্মর মত শত
ঝরা পাপড়ির অবনত,
নিদ্রারত তবু জাগ্রত
জ্যোছন ভরা চাঁদের বাহার?
এই তো ছোট্ট স্বপ্ন আমার।