অকাল বসন্ত
অরুণ কারফা


যে পথে কখনো হয়নি যেতে
নিতান্তই হলে যেতে তাতে
       পড়েছি আমি কোন বিপাকে
        এই না ভেবে যেন তাকে
আপন করে উঠি মেতে।


কখনো নাইনি যে নদীতে
যদি হয় তাতে চান করতে
      অচেনা ঢেউ আছড়ে পড়ে
      ভয় দেখালেও সাহস ভরে
এগিয়ে যাব বুকটা পেতে।

যেখানে কখনো ফোটে না ফুল
মৌমাছি ফুটিয়ে সেখানে হুল
     নিষিক্ত করলে কলি গুলোকে
     বসন্ত না এলেও পুলকে
হাসির বন্যা ছোটে পলকে।