বাসন্তী
অরুণ কারফা


গাছে গাছে ফুটলেও ফুল
বসন্ত আসে না মনের কোণে
কোকিলের ডাকে ভাঙলেও ঘুম
দেখি না ঋতুরাজ নির্জনে,
অথচ প্রিয়ার ঘুম ভাঙার
শব্দ পেলেই যেন তার
সময় থাকে না আর হাতে  
পৌঁছে যায় রাত বিরেতে।


এমনই আমার মাধুরী প্রিয়ার
পলক খুললেই চাউনি তার ,
বাগান ভরিয়ে ফুলে ফুলে
দখিনা হাওয়ায় দুলে দুলে
বসন্ত এসে নবোচ্ছ্বাসে
মন ভরিয়ে দেয় উল্লাসে।