মাহেন্দ্রক্ষণ
অরুণ কারফা


পূর্ণিমাতে যমুনা তটে  
    চাঁদ উঠলে তবেই ওঠে
         মনে প্রেমের উন্মাদনা
নইলে মন জানান দেয় না,
              এমন তো নয় ঘটনা।


বসন্ত না এসে দুলে  
     শাখায় না আবেগ তুলে
        জানালে জাগার বাসনা
             কলির প্রস্ফুরণ হয় না
                   এও এক ডাঁহা রটনা।


কালো মেঘ ঢাকলে আলো
  ভেবে এবার জীবন গেল
      চিরতরে অংশুমান
          গুটিয়ে নিল জ্যোৎস্না
            এমন অসম্ভব যেমন ঘটে না,
লড়াই শুরু করার তেমন
     মাহেন্দ্রক্ষণের অভাব হয় না ।