আত্মজীবনী
অরুণ কারফা


কিছু মনে করো না,
চুপটি করে পাশে  বসো
            একটু এখন
বই পড়ছি আমি একখান
না হলেও ঠিক মনের মতন।


কিন্তু, কী আছে তার বিষয় বস্তু,
কী আছে আর এতই জানার?
তাই যদি মনে হয়ে থাকে
হলফ করে বলতে পারি,
সবার কাছে এ বই আছে
কেউ পড়ে শেখে তা থেকে
কেউ ভাবে এ বাড়াবাড়ি।


প্রতিটা বইয়ের ভিন্ন কলেবর
ভিন্ন তাদের ঘটনাবলী
এতদ সত্বেও শিক্ষনীয়
বিশ্লেষণ করে যদি চলি।


কিনতে হয় না বাজার থেকে
চাইতে হয় না হয়ে ঋণী...
খরচ হয় না হলেও কৃপণ...
এ হচ্ছে এক অসমাপ্ত বই
যার প্রতিটার একই নাম- "জীবন"।