পঙ্কজের ভোমর
অরুণ কারফা


পঙ্কজ কি পাঁকের মাঝে
                                             উঠত কখনো ফুটে?
ভোর হলে পেলব ঠোঁটে
পরশ দিতে ভালবেসে
                             ভাবত যদি ভোমর মুচকি হেসে,
পরবর্তী কালে কে নেবে এ ভালবাসার দায়
                        যা সে দিচ্ছে কাঁপিয়ে ভুবন চাপিয়ে
অনাগতর কপালে ?


বিশেষ করে স্বেচ্ছায় যখন কেউ
                                        না নিলেও  জন্ম
                   না পেলেও পুরস্কার যোগ্য কর্ম
টিকে থাকার মারণ যুদ্ধে
বৈষম্যের কারণ খুঁজতে
       করুণ দশায় জীবন কাটায় বাধ্য হয়েই সকলে,  
       সংঘবদ্ধ হয়ে, না লড়লে দলে দলে।