মরীচিকা
অরুণ কারফা


হাতড়াচ্ছিলাম শব্দ খুঁজে
                       যা দিয়ে তাকে বোঝাবো সহজে।


বসন্তের কোকিলের মিষ্টি মধুর অথচ বিধুর চিত্তাকর্ষক সুর,
যা করে দ্রুত, চকিতে মোহিত
থাকলেও বহুদূর,
হ্যাঁ, কিন্তু থাকলেই ভালো বেশ কিছুটা দূর
নইলে অভুক্তের কানে  লাগে বড্ড ক্রুর।


নাকি, বর্ষায় পূঞ্জীভূত পিতামহ ভীষ্মের মত নীল আকাশের বুকে প্রপৌত্রের শোকে মুর্ছিত তবু উদ্ভাসিত কৃষ্ণকালো মেঘ,
যার সাথে জড়িয়ে থাকে ভয় মিশ্রিত, হলেও পরিশ্রুত, অতি ঘনীভূত তারুণ্যের আবেগ,
কিন্তু, তড়িতাহত হবার ভয়ে
যতক্ষণ ভাসে দূর আকাশে ততক্ষণই লাগে বেশ।


অথবা নীল সমুদ্রের নীড়ে সূর্যালোকের প্রতিফলনের ভীরে ঢেউয়ের মাথায় সফেদ ফেনীল দ্যুতি খচিত রত্ন মণ্ডিত অসামান্য মুকুট,
যার ডাক শোনা যায় বহুদূর থেকে অস্ফুট,
হ্যাঁ, কাছে এলে বলতে গেলে প্রচণ্ড গর্জনে যে ধারণা আর থাকে না আগের মতই অটুট।