অন্ধ প্রেম
অরুণ কারফা


বসন্ত মানে অন্ধ প্রেম,
যা করা যায় না বশ বোধহয় .....
       অনেকে তাতে মিললেও মতে
পুরোটাই যে ঠিক তেমন ,
মোটেই তা নয় ;
             আগুন লাগলে পলাশ বনে
             মুগ্ধ হলেও প্রেমিকা মনে,
             শ্রী দেখে না ডেকে তাকে
              বসার ঘরে গোলাপ রাখে,
....................... গুনের কাছে হয় রূপের পরাজয়।


কিন্তু কী হয় ঠিক তাদের ক্ষেত্রে
হাঁটে না যারা চেনা পথে?
       তারা ঘুম ভাঙলে জেগে উঠে
স্বপ্ন দেখে দিনের আলোয়
       পলাশ বনের পিছনে ছোটে,,,,
আর অন্ধকারে ভরে কালোয়
      শয়নকক্ষে ডাকে তাকে,
তাতে ক্ষণিকের জন্য হলেও ধন্য
মনে হলেও জীবন পরিপূর্ণ অনবদ্য মায়াময়....
     রূপের অন্তে বসন্তের বিদায়
     হলেই মনে হয় পথ কণ্টকময়। ।