ভাতের হাঁড়ি
অরুণ কারফা


              কিনতে পারিনি চারাটা কারণ,
চিনতে পারিনি তার অপরিমেয় গুণের অপরিসীম ব্যাপকতা,
               তার জায়গায় নিয়ে এসেছিলাম তাড়াহুড়ো করে বেশি দাম দিয়ে এক প্রকার আরেক জন হবু ক্রেতার মুখের গ্রাস ছিনে
        একটা সাদা মুরগি-ছানা কিনে।


                     ভেবেছিলাম কী দিত বড় হয়ে ঐ গাছটা
       ---বাগানটাকে স্যাঁতস্যাঁতে ছাওয়ায় ভরিয়ে দিয়ে তৈরি করত যে আওতা - -
           তার জেরে হতে পারত না ছোট ছোট গুল্মলতা--
       আর হেমন্ত এলে হাওয়া দিলে ঝুর ঝূর করে পড়ে ঝরে আবর্জনা হয়ে পাতার রাশি
         মনে করিয়ে দিত পদে পদে
একদিন ছিলাম কির'ম আমি সবার মুখের গ্রাস কেড়ে
         রাজা হওয়ার অভিলাষী।
    
আর মুরগি-ছানা?
      বড় হয়ে ডিম দিয়ে কাঁড়ি কাঁড়ি
      ভরত সোনায় ভাতের হাঁড়ি।