দূরত্ব
অরুণ কারফা


তোমার সঙ্গে আমার বন্ধুত্ব
হয়ত হলে হতেও পারত
হয়নি যেহেতু আসেনি বসন্ত।


সম্পর্ক যেহেতু হয়নি নিবিড়
তাই কিছুতেই ধরেনি চিড়
আর, ঐ সামান্য যাওয়া আসা
তাতে কি হয়, বিচ্ছেদের আশা।


মনের ভিতর ওঠেনি ঝড়
মেঘ ডাকেনি কড়াৎ কড়
ছিঁটে ফোঁটা পড়লেও জল
কাল বৈশাখী ভাঙ্গেনি ঘর।


আর আজ যখন ......
শুকিয়ে যাওয়া মনের গোড়ায়
অঝোর ধারায় কান্না গড়ায়
চেঁচিয়ে উঠে ইচ্ছে করে
বলি তোমায় জড়িয়ে ধরে
এ'চেয়ে তো ভালো হত  
ঘনত্ব বেড়ে বাড়ত দূরত্ব। । ।