অসভ্যতার বিস্তার
অরুণ কারফা

সেই কবে থেকে.....

পসরা সাজিয়ে আছি বসে
জানি না কখন কোন নিমেষে
বাজিয়ে দামামা ঘটা করে
যুদ্ধ এসে লাগবে শেষে।

                          তুলব কী করে সমাজ গড়ে
                          কাঠামো না পড়লে ধ্বসে!!!

এসব নিয়ে ভাবে না কেউ
শান্তির করে ওকালতি
অশান্তি না ছাইলে জীবনে
                         মুষ্টিমেয়র কি হয় উন্নতি!!!

তাই যুদ্ধ চাই, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ চাই
         চুলোয় যাক চক্রান্তকারী
না করলে কালোবাজারী
                           সভ্যতার বিস্তার নাই
                           শান্তিকামীর নিস্তার।।