রঙ ফুরালে শেষে
অরুণ কারফা
03.05.23


                ঠিক করেছিলাম,
                হঠাৎ চমকে দিয়ে তাকে,
    মনের ছবি এঁকে তার
    দেখব একটি বার আমার
            মনের ছবির পাশে রেখে।


তাই বললাম ইনিয়ে বিনিয়ে,
সেও যদি আঁকে ছবি একখান
,,,, আলতো করে তুলির টান
দিয়ে,
আমার মনকে নিয়ে,,,,
আর তারপর,
আমার আঁকা ছবির পাশে
তারটা দেখার অভিলাষে
যত্ন করে সাজায় একফাঁকে।


আড় চোখে সব কাণ্ড দেখে,  সেও বলল শেষে হেসে:
সে নয় খেলা করব যখন হচ্ছে বেলা শেষ,
আত্মপরিচয় জানতে গিয়ে
সং সেজে সব রঙ ফুরিয়ে ,
কী কাজ করে পরের জন্য মানব জন্ম করব ধন্য
                 আত্মপোলব্ধির উল্লাসে।