গিরগিটির দোলোৎসব
অরুণ কারফা


দোল উৎসব যে রঙের খেলা
        ধর্ম পরিচয় নির্বিশেষে,,,,
        সব ভুলে মিলে মিশে,,,,
"গিরগিটির মত রঙ বদলের নয়" ..
           একথা আবার নতুন করে
           নেতা নেত্রীদের কানে ভরে
দিতে হলে, হবেই তা
লজ্জাজনক বলে মনে হয়।


কিন্তু বসন্ত কালের এমন দিনে
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে
          বইছে যখন প্রেমের হাওয়া,
যখন কৃষ্ণচূড়ার স্নিগ্ধ ছায়া
ঠান্ডা করে তপ্ত কায়া
    মনে করায়
        সব কিছু যেন হয়েছে পাওয়া,
             তখনও কিন্তু , ঘরপোড়া গরুর শঙ্কিত মনে
            সিঁদুরে মেঘ ঈশান কোণে একটাই চিন্তা করায় ধাওয়া....
      রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা,,,,
      যথোপযুক্ত সতর্কতা
      না নিলেই যাবে "বৃথা"
যা পেয়েছি তাও যাবে খোয়া।