সে আসবেই ফিরে
অরুণ কারফা


কীভাবে জানতে পারতাম
          এসে গেছে সে?
ফুল ফুটে নিঃশব্দে হেসে ছড়িয়ে দিলে সেই সুবাসে আসত খবর হাওয়ায় ভেসে।


কী করে জানতে পারতাম
            চলে গেছে সে?
তুফান উঠে উড়িয়ে দিতে টুকরো মেঘ আচম্বিতে পালিয়ে যেত বিদায় নিয়ে ঠাকুর মা'র ঝুলির দেশে।


আর কিন্তু এখন
      আসে না সে,,,,,,,,
কারণ একটু গুছিয়ে বলি
শেষবার যখন বলল চলি........
আমি বললাম, এবার যেন ফিরে আসে ঝড়ের বেশে,
যাতে তাতে এক দাবানল এমন ভাবে ওঠে হেসে অনমনীয় শাসক শ্রেণী শোষণ করা ছাড়ে শেষে।