ভয় কে জয়
অরুণ কারফা


নদীর মনে ভীষণ ভয়
সাগরে মেশার আগে,
এ যে এক ভয়াল চিত্র
যাকে মূহুর্তে দেখা মাত্র
শির দাঁড়ায় শিহরণ জাগে।


মনে পড়ে যায় এৎদিন যে সব
পথ ঘাট নালায় তুলে কলোরব
বন জঙ্গল পেরিয়ে এসেছে হেলায়,
তারা নিতান্ত ছোট শিশু তুলনায়।


তাই, ভয় হয় এমন তো নয় হারিয়ে যাবে নিজস্ব সত্ত্বা
যখন আর কোনো ভাবেই কারুর কাছে পাবে না পাত্তা।


আবার এও বোঝে সে
এত পথ এসে আর নেই ফিরে যাবার রাস্তা,
বরং তার ভাবনাকে এমন ভাবে সাজাতে হবে, যাতে মনে হয় পেয়ে গেছে সে নতুন সত্ত্বা।


হ্যাঁ, এখন যাতে মনে হয় তার
নদী নয় আর সাগরই তার
নতুন পরিচয়
তবেই দূর হবে এই ভয়।


কবি খলিল জিবরানের "Fear" কে অনুসরণ করে লেখা।