স্নিগ্ধ বিপ্লব
অরুণ কারফা
04.04.23


সেদিন স্বপ্নে দুজনের কথা এসেছিল মনে :
একজনের কেশবিন্যাস ছিল স্নিগ্ধ শীতল বিরল গড়নে;
           যেন, চাঁদের উপর দিয়ে ঊর্ণা মেঘ উড়ে যেতে যেতে
গুনগুন সুরে গল্প বলতে বলতে
নিমজ্জিত করছিল গভীর ঘুমে
কু ডাকতে ডাকতে অলুক্ষণে,,,,,,,


            অন্যজনের তীক্ষ্ণ দৃষ্টি  বিবেকের গোড়ায় প্রথম বৃষ্টির আঁচড় কেটে করছিল তাকে
           জেগে ওঠার ফাঁকে ফাঁকে
ক্ষত বিক্ষত গনগনে....
যেন শত প্রেমিকের যুগলবন্দীকে
জড়ো করে এনে
এক চাঁদের কোমল জ্যোৎস্নার
ধবল বন্যার নীচে এক সূত্রে বুনে।