বাবুই পাখির দালান
অরুণ কারফা


সেই থেকে আর হয়নি দেখা  একদিনও তার আমার সাথে;
সে ছিল এক মরিচিকা শুধু
দূর্গম মরুভূমিতে ধু ধু,
সে কথা বুঝিনি সময় থাকতে।


বুঝলে হয়ত পা দিতাম না
আর কিছুতেই  নতুন ফাঁদে;
আরেক জনা ভিন্নমনা ভেবে দিয়েছি মন খানা কিনা
মিলিয়ে গেল হঠাৎ যেন সে
গাঢ় অমার কালো তমসে,,,,,
....... থাকলেও অগুন্তি জ্বলজ্বল করা তারা আকাশে।


এভাবে ভুগে হীনমন্যতায়
মনটা যখন বিহ্বলতায়
যার পর নাই বিষাদগ্রস্ত;
তখনই দেখে বাবুই পাখিকে
নির্জনে তার বাসা বানাতে
বুঝলাম কী হবে করতে;
মিষ্টি কথায় চিঁড়ে ভেজে না
পরিশ্রম করেই ষোলো আনা
হলেও বানিয়ে ছোট্ট কুটির
দালানের মত হবে সাজাতে। ।